দোয়ারাবাজারে জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও
দোয়ারাবাজার উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি দু'টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জুলাই শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খাঁন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক সংগ্রাম দোয়ারাবাজার সংবাদদাতা মোহাম্মদ কামাল উদ্দিন,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য এরশাদুর রহমান, ইউপি সদস্য ও যুব ফোরাম সভাপতি কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাবুদ্দিন সিহাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা আহ্বায়ক এসার মিয়া, সদস্য সচিব সোহেল মিয়া, জুলাই আন্দলোনে আহত আবু রায়হান।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলার যুগ্মআহ্বায়ক আমান মিয়া,সাংবাদিক মামুন মুন্সি, সুমন আহমদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ইউপি সদস্য ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
দোয়ারাবাজারে জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান
Reviewed by প্রান্তিক জনপদ
on
7/26/2025 03:41:00 PM
Rating:

No comments: